১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

করোনায় আরও ২৩৭ জনের প্রাণাহানি

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩.৪৫। এ পর্যন্ত দেশে মোট ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৮০ শতাংশ।

যদি বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায় তাহলে , ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪, রাজশাহী বিভাগে ১০, খুলনা বিভাগে ২০, বরিশাল বিভাগে ৮, সিলেট বিভাগে ২৩, রংপুর বিভাগে ৬ এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১০৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। আর বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে ১৫ হাজার ৫১৮ জন পুরুষ ও ৭ হাজার ৮৮০ জন নারী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement