১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

করোনায় মৃত্যু সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের

Advertisement

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু নাজনীন রোজী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
গতকাল (০১ আগস্ট) রোববার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী আইনজীবী। রোববার সহকারী অ্যাটর্নি জেনারেল এফ আর খান এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এফ আর খান আরও জানান যে নাজনীন রোজী বিগত বিশ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসা গ্রহণ করেছিলেন।
নাজনীন রোজী আইনজীবী হিসেবে নিজের পেশা শুরু করেন ১৯৯১ সালে। পরে ১৯৯৭ সাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। আইনপেশার পাশাপাশি তিনি জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়ত্ব পালন করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদেও তিনি ছিলেন।
নাজনীন রোজীর মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে । রোববার বিকেলেই তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হয়। আইনাঙ্গনের রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত মুখ।
আইনজীবী মঞ্জু নাজনীন রোজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিনসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এছাড়াও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement