দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে। এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের শরীরে। এ নিয়ে এখন দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায় যে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।
বিভাগ হিসেবে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৬৮ জন মারা যান। এছাড়া খুলনা বিভাগে ৪১ জন ও চট্টগ্রামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল (২৩ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। এবং করোনা শনাক্ত হয়েছিল ৬ হাজার ৩৬৪ জনের।