করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি (সানিয়া আক্তার) দশম ব্যাচে বিচারক হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ পান।
সানিয়া আক্তার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের কন্যা। সানিয়া আক্তারের স্বামী এএইচএম ইমরানুর রহমান নিয়োগ পান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে। সানিয়ার স্বামীর গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে। গত ১২ জুলাই করোনা পজিটিভ হন সানিয়া আক্তার ও তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান।সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সানিয়া আক্তার।
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম জাহান জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুলাই তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।