১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

২৪ ঘণ্টায় করোনায় ২১৮ জনের মৃত্যু

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে।
আজ (৩১ জুলাই) শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। ২৪ ‍ঘন্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি। দেশে এ পর্যন্ত মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী। ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৩ জন এবং নারী ৬ হাজার ৬৮২ জন। তাদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বিভাগ ভিত্তিক দেখা যায়, ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫, রাজশাহী বিভাগে ২২, খুলনায় বিভাগে ২৭, বরিশালে বিভাগে ১০, সিলেটে বিভাগে ৯, রংপুর বিভাগে ১৬ এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১০০ বছরের বেশি ২ জন , ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের ৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের ৬ জন ও ১ থেকে ১০ বছরের ০১ জন মারা গেছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement