১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

সারাদেশে টিকাদান কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে

Advertisement

দেশে করোনাভাইরাস বিস্তারের শুরুর দিকে ভ্যাকসিন নিতে মানুষের মনে সন্দেহ, সংশয় ও নানান ভাবনা থাকায় টিকা গ্রহীতার সংখ্যা কম ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মানুষ এখন টিকা নিতে দারুণ আগ্রহী হয়ে উঠেছেন। রেজিস্ট্রেশনেও যেমন চাপ বাড়ছে, টিকাদান কেন্দ্রগুলোতেও বাড়ছে সাধারণ মানুষের ভিড়।

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিচ্ছেন। সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করে টিকা কার্ড সঙ্গে নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে যাচ্ছেন টিকাগ্রহণে ইচ্ছুক নারী-পুরুষরা। শহর-গ্রাম নির্বিশেষে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন তারা।

বর্তমানে দেশে চীনের সিনোফার্ম এবং যুক্তরাষ্ট্রের ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হচ্ছে। শিগগিরই ফের ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার টিকাদানও শুরু হবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা গ্রহণের জন্য ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৪৪৭ জন জন নিবন্ধন করেছেন।

রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, এসব কেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে মানুষ লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। টিকার জন্য আগে নিবন্ধনকৃতরা স্বাস্থ্য অধিদফতরের ক্ষুদে বার্তা পেয়ে টিকাকেন্দ্রে আসছেন। দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোরও একই অবস্থা।

চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম দফায় নিবন্ধনকারীরা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা পেয়েছেন। এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে দেয়া হয়েছে।

২৬ জুলাই সোমবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬জন জন। ফাইজারের প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৮৮ জন। সিনোফার্মের প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৪ লাখ ৮৫ হাজার ১২ জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ হাজার ৬৯ জন। এছাড়া মর্ডানার প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ২১ হাজার ৯৫০ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement