করোনাভাইরাসের পরীক্ষা করিয়ে হতবাক গাজীপুর জেলার এক ব্যক্তি। এ মাসের শুরুতে গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকার বাসিন্দা আহমেদ আলী (৬১) জ্বরসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গে আক্রান্ত হন। একই দিনে দুটি ল্যাব তার করোনাভাইরাস সংক্রমণ নিয়ে দুই ধরনের ফল দেয়ায় বিপাকে পড়েছেন তিনি।
চিকিৎসকের পরামর্শে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা যাচাই করতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন। বহু দেন দরবারের পর সরকারি ফি দিয়ে তিনি সেখান থেকে পরীক্ষার নমুনা দেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব আইডি নম্বর-৭৮০৮।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল নেওয়ার সময় বা পুরো পরিবেশে তিনি সন্তুষ্ট হতে পারেননি। তাই সেদিনই ছুটে আসেন বেসরকারি ল্যাব পপুলারের উত্তরা শাখায়। ৫ আগস্ট ২০২১, উত্তরা পপুলারের ল্যাব আইডি-১৬৩১৮৪১।
একই দিনে দুটি পরীক্ষার ফল হাতে পেয়েছেন আহমেদ আলী। এতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্ট বলছে তিনি করোনাভাইরাস নেগেটিভ। কিন্তু পপুলার রিপোর্ট দিয়েছে তিনি পজিটিভ।
একই দিনে দুই ধরনের ফল পাওয়া আহমেদ আলী পড়েন বেকায়দায়। তাহলে কোনটি বিশ্বাস করবেন তিনি!