গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনায় এবং ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি আজ বুধবার (১১ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন ।
ডা. মহিউদ্দিন খান মুন গতকাল (১০ আগস্ট) মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (১১ আগস্ট) বুধবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ০৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন, শেরপুর জেলার ১ জন, নেত্রকোনা জেলার ১ জন এবং জামালপুর জেলার ১ জন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা খাতুন (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকা উপজেলার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদর উপজেলার রহিমা খাতুন (৪৫), জামালপুর সদর উপজেলার আবুল হাশেম (৭০) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭)।
তাছাড়াও একই সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ০৮জনের মধ্যে ০৮ জন ময়মনসিংহ জেলার এবং বাকি আর ১জন নেত্রকোনা জেলার বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আমেনা বেগম (৮০), হারেস উদ্দিন (৭০), জয়নাল আবেদিন (৭৫), ও নেত্রকোনা সদর উপজেলার মঞ্জুরা বেগম (৪০)। হাসপাতালের মুখপাত্র আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত মোট রোগী ভর্তি আছেন ৪২৪ জন। তাদের মধ্যে আইসিইউতে আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন ও সুস্থ হয়েছেন ৫০ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় এক দিনে ১ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা তুলনায় শনাক্তের হার ৩০.৭৪ শতাংশ।