করোনা মহামারির ভ্যাকসিন নিয়ে উপহাস করেছিলেন ক্যালিফোর্নিয়ার স্টেফেন হারমন। গত বুধবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েই মারা যান তিনি।
স্টেফেন হারমন ছিলেন হিলসং মেগাচার্চের সদস্য। তিনি করোনা ভ্যাকসিনের বিরোধিতা করে বিভিন্ন কথা বলেছিলেন। টিকা না নেয়ার বিষয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করেছিলেন। জুন মাসে টুইট করে তিনি বলেছিলেন, “ ৯৯ টি সমস্যা ধরা পড়লেও কখনোই টিকা নিবো না।
করোনা আক্রান্ত অবস্থায় হারমন জানান যে, তিনি টিকা নেবেন না; এবং তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে। অতঃপর দীর্ঘ এক মাস করোনার সাথে লড়াই করে গত বুধবার লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে তিনি মারা যান।
হিলসংয়ের প্রতিষ্ঠাতা, ব্রায়ান হিউস্টন গত বৃহস্পতিবার টুইট করে স্টেফেন হারমনের এই মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।