দেশের ৪২ জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগামী। তবে এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রাঙামাটিতে ৪৬ শতাংশ এবং সবচেয়ে কম নাটোর, পিরোজপুর, নোয়াখালী,চাঁদপুর, মুন্সীগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ শতাংশ করে।
এ তথ্য জানা যায়, ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে।
প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ১৫ থেকে ২১ জুলাই উল্লিখিত জেলায় সংক্রমণের যে হার ছিল তার তুলনায় ২২ থেকে ২৮ জুলাইয়ে শনাক্ত বিবেচনায় বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। তার মধ্যে রাঙামাটি জেলায় এক সপ্তাহ আগে সংক্রমণের হার ছিল ৩৬ শতাংশ, তা এখন মাত্র এক সপ্তাহের ব্যবধানে যা বৃদ্ধি দাঁড়িয়েছে ৮২ শতাংশে। এতে বুঝা যায় জেলাটিতে সংক্রমণ বেড়েছে ৪৬ শতাংশ। ঠিক একইভাবে এক সপ্তাহ পূর্বে বান্দরবান জেলায় শনাক্তের হার ৫১ থেকে বৃদ্ধি ৭৬ শতাংশ হয়েছে। এই সময় জেলাটিতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ। শরীয়তপুর জেলায় ৪৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে ৬৪ শতাংশে দাড়িয়েছে।
কুষ্টিয়া জেলায় এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বৃদ্ধি পেয়ে ৪৯ থেকে ৬২ শতাংশ; সংক্রমণ বেড়েছে ১৩ শতাংশ। বরিশাল জেলায় ১৫ থেকে ২১ জুলাই সংক্রমণ ছিল ৫২ শতাংশ, তবে এক সপ্তাহে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২ শতাংশে। মাগুলা জেলায় ৩১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশ হয়েছে, সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। কুড়িগ্রাম জেলায় ৩৩ শতাংশ থেকে
বৃদ্ধি ৫৯ শতাংশ হয়েছে, সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। মেহেরপুর জেলায় ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশ দাঁড়িয়েছে, সেখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।
ঢাকা জেলায় এক সপ্তাহে সংক্রমণ ৩৩ থেকে বৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ, এখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ। চাঁদপুর জেলায় ৩৩ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৪ শতাংশ, সেখানে সংক্রমণ বেড়েছে ১ শতাংশ। লালমনিরহাট জেলায় ২৯ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৩ শতাংশ, সে জেলায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। এভাবে প্রায় সারাদেশেই বৃদ্ধি পেয়েছে করোনা শনাক্তের হার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ বিষয়ে বলেন, এখন দেশে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সারাদেশে যেভাবে শনাক্তের হার বাড়ছে, কীভাবে আমরা এই সংক্রমণ সামাল দেব? রোগীদের জায়গা দেব কোথায়? তবে সংক্রমণ যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে কী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে? এমন হলে পরিস্থিতি খুব খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই।
বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী, সবচেয়ে বেশি রাঙামাটিতে

Advertisement
Advertisement