টোকিও অলিম্পিকে হামলা করেছে করোনা ভাইরাস। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৬ জন। সবমিলিয়ে এখন করোনা আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জন। এদের মধ্যে ২৬ জন রয়েছে এ্যাথলেট। যারা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। এই ২৬ জনের মধ্যে ১৩ জনই অবস্থান করছেন জাপানে। বাকি ১২ জন পৌঁছে গেছেন যারযার দেশে। এছাড়া ১১১ জন আক্রান্ত হয়েছে, সংগঠক, কোচ ও কর্মকর্তারা।
এই করোনার কারণেই এক বছর পিছিয়ে গেল ২৩ জুলাই শুরু হয়েছে অলিম্পিকের আসর। কিন্তু শেষ রক্ষা হয়নি গেমস শুরুর আগেই অলিম্পিক ভিলেজ থেকে মেলে করোনা আক্রন্তের খবর।