১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

কাকে বিয়ে করছেন ঋতাভরী!

Advertisement

মাস ছয়েক ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। এবার সাত পাকে বাঁধা পড়ারা পালা। এ বছরের শেষেই এনগেজমেন্ট হয়ে যাবে এই নায়িকার। তার এক বছর পর, আগামী বছরের শেষের দিকে তিনি বসবেন বিয়ের পিঁড়িতে। টলিউড ইন্ডাস্ট্রিতে এখন এই খবর শোনা যাচ্ছে।

কিন্তু কাকে বিয়ে করবেন ঋতাভরী?- এর উত্তরে শোনা যাচ্ছে যে তার চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সাথে হবে এই অভিনেত্রীর মালা বদল। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। তাদের পরিচয় হয়েছিল প্রায় ছয় মাস আগে। দুইজনেই দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে যুক্ত ছিলেন।

সোশ্যাল ওয়ার্কের সূত্র ধরেই ঋতাভরীর সঙ্গে পরিচয় হয়েছিল তথাগতর। ধীরে ধীরে সে সম্পর্ক গভীর হতে থাকে। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তার সম্পর্কের আঁচ পাওয়া যায় নি সেখানে। ফলে তাদের সম্পর্কের এই কথা ইন্ডাস্ট্রির খুব কম মানুষই জানতেন। তবে বিয়ের ব্যাপারটি ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেন তিনি। তাই এ নিয়ে কিছু বলতে চাননি ঋতাভরী।

তবে এই অভিনেত্রী অনেকবার জানিয়েছিলেন যে তার ইচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। এবং বেড়াতে তিনি খুবই পছন্দ করেন। অনেক দেশ-বিদেশে ভ্রমণের ছবি দেখতে পাওয়া যায় তার ইনস্টাগ্রামে। এবার তিনি নিজের বিয়ের জন্য শেষ পর্যন্ত কোন ডেস্টিনেশনটি বেছে নিবেন সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement