১৮ মার্চ, ২০২৫, মঙ্গলবার

কানাডিয়ান রাহবান ওয়াহিদ খেলবেন বাংলাদেশের হয়ে

Advertisement

সাফ সাফ ফুটবলকে সামনে রেখে জাতীয় ফুটবল দলে সুযোগ পেতে যাচ্ছেন কানাডার ফুটবলার রাহবার ওয়াহেদ খান। সাফের আগে প্রস্তুতি বাংলাদেশ দল যাবে কিরগিজসন্তানে। এ মাসের ২৮-২৯ অগস্টে কিরগিজস্থানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া দলটির সাথে তিন জাতি ফুটবর টুর্নামেন্ট খেলতে যাবেন কানাডার নর্থ টরন্টো নিট্রোস ক্লাবের হয়ে খেলা রাহবারও। তবে রাহবার ছাড়াও এই দলে থাকবে বেশ কিছু নতুন ফুটবলাররাও। রাহবারকে পেতে এরই মধ্যে

ঢাকায় বেড়ে ওঠা ওয়াহেদ খেলবেন মিডফিল্ডার পজিশনে। তাঁকে পাওয়ার জন্য বাফুফের পক্ষে থেকে নর্থ টরন্টো ক্লাবকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে তাঁকে ২৮ আগস্ট সরাসরি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

কিরগিজস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ৫ ও ৭ সেপ্টেম্বর যথাক্রমে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে দুটি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের বাইরে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement