১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

কালোজিরায় করোনা বধ!

Advertisement

আমাদের সবার পরিচিত একটি মসলা কালোজিরা। আর এ কালোজিরাই হতে পারে করোনার ওষুধ!

অস্ট্রেলিয়ার সিডনির একটি গবেষণার সমীক্ষায় বলা হচ্ছে, কালোজিরাতে রয়েছে থাইমোকুইনোন নামে একটি উপাদান, আর এ উপাদানটি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু ভাবতে অবাক লাগলেও এই রকম সম্ভাবনার কথাই বলছেন বিজ্ঞানীরা। “নাইজেলা স্যাটিভা” হলো গাছটির বৈজ্ঞানিক নাম ।

এটিই উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার নানা দেশে বছরের পর বছর ধরে সংক্রামক অসুখ কমানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। উচ্চরক্তচাপ, ত্বকের সংক্রমণ, অ্যালার্জি কমাতেও কালোজিরের ভূমিকা অব্যর্থ।

গবেষণায় বলা হচ্ছে, কালোজিরার থাইমোকুইনোন নামে উপাদানটি করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে আটকে যায়, আর এ কারণেই ভাইরাসটি ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে না।

তাছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক যে ‘সাইটোকাইন স্টর্ম’, সেটিও আটকে দিতে পারে কালোজিরা। আর এ কারণেই করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে কালোজিরা।

বিজ্ঞানীরা আশাবাদী ওষুধ তৈরির উন্নত পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা কাটানো সম্ভব।

সে সময় ওরাল মেডিসিন হিসেবেও এটি নেওয়া যাবে। তবে এখনও পর্যন্ত রোগীদের নাকের স্প্রে হিসেবেই এর ব্যবহার হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement