৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

কিংবদন্তি বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

Advertisement

যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নোবেলজয়ী কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে। নিউইয়র্কের এক আদালতে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক নারী।

গত শুক্রবার করা এই মামলার অভোযোগ পত্রে বলা হচ্ছে ৫৬ বছর আগে ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন মাত্র ১২ তখন তাকে যৌন নিপীড়নের ফাঁদে ফেলেন মার্কিন এই রক ও ফোক লিজেন্ড। সেই বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত প্রায় ছয় সপ্তাহ অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান এ্ই কিংবদন্তি।

ওই নারী দাবি করছেন, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার ওপর এই যৌন নির্যাতন চালানো হয়েছিলো। তবে ডিলার ভক্তরা বলছেন তখন কেনো এই কিংবন্দির বিরুদ্ধে কোন অভিযোগ করেননি তিনি। এবং কেনই বা লুকিয়ে রেখেছিলেন বিষয়টি।

এ বিষয়ে বব ডিলানের মুখপাত্র বলছেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে আদালতেই।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয় ৮০ বছর বয়সী বব ডিলানকে। এখন পর্যন্ত সারাবিশ্বে ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে তার। তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন ২০১৬ সালে। তার গাওয়া ‘লাইক আ রোলিং স্টোন’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement