কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় বুধবার ২২ জুন সকাল সাড়ে ১০টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে ওসি জানান, ঘটনার পর আমরা বাসটি উদ্ধারে রেকার পাঠিয়েছি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। কিছুটা সময় লাগবে বাসটি সরাতে। এ ঘটনায় কেউ নিহত হয়নি বলেও জানান তিনি।