১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

কুষ্টিয়ায় বাস উল্টে ২ তরুণী নিহত

Advertisement

কুষ্টিয়া শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী। (১৭ অক্টোবর) সোমবার দুপুর ১২টার দিকে শহরের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান। তিনি গণমাধ্যমকে বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতপুর উপজেলার প্রাগপুরগামী বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। দূর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement