প্রায় ১৬ বছর আগে হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে বেন অ্যাফ্লেক এর সম্পর্ক ছেদের পর, কয়েকমাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা ফের সম্পর্কে জড়িয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুইজনের অন্তরঙ্গ ছবি পোস্ট করার পর বিষয়টি স্বীকার করে নিয়েছেন তারা।
গত মে মাসে হলিউডের এই জুটিকে একসাথে ছুটি কাটাতে দেখা যায়। তার দুই মাস পর জেনিফার লোপেজ নিজের জন্মদিনে তাদের প্রেমের গুঞ্জনের সত্যতা স্বীকার করলেন। শনিবার ৫২ বছরে পা দিয়েছেন এ গায়িকা। জন্মদিন উপলক্ষে রোববার টুইটারে দেওয়া ছবিগুলোর মধ্যে ছিল বেন ও তার অন্তরঙ্গ ছবি।
২০০২ সালে ‘গিগলি’- এর শ্যুটিংয়ে তাদের পরিচয় এবং সেখান থেকে সম্পর্কের গভীরতায় ২০০৩ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ের তারিখও ঠিক করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনের আগেই বিয়ে হচ্ছে না বলে জানিয়ে দেন তারা। এরপর ২০০৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রকৃত কারণ জানা গিয়েছিল। একই বছর অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে সম্পর্কে জড়ান বেন অ্যাফ্লেক। এবং পরের বছরই তাদের বিয়ে হয়। তিনটি সন্তানের জন্ম দিয়ে ২০১৮ সালে ছাড়াছাড়ি হয় বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নারের। প্রায় ১৬ টি বছর পর ২০২১ সালে এসে আবারও এক হতে যাচ্ছেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ।
এদিকে লোপেজ ভেঙেছেন তিন তিনটি সংসার। ১৯৯৭ সালে কিউবান লেখক ওয়ানি নোয়ার সঙ্গে তার প্রথম বিয়ে টিকেছিল এক বছর। এরপর ২০০১ সালে অভিনেতা ক্রিস জুডের সঙ্গে সংসার কাটিয়েছেন দুই বছর।
এরপর কিছু দিন বেন অ্যাফ্লেকের সাথে থাকলেও বিয়ে হয়ে উঠেনি তাদের। ২০০৪ সালে জেনিফার লোপেজের তৃতীয় বিয়ে হয়েছিল গায়ক-অভিনেতা মার্ক অ্যান্থনির সাথে। তবে ১০ বছর পর তৃতীয় বিয়ে ভেঙে যায়। এরপর ২০১৭ সালে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সাথে চার বছর ‘লিভ ইন’ সম্পর্কে ছিলেন জেনিফার। এখন আবার পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের কাছে ফিরলেন জনপ্রিয় এই তারকা।