২০ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের

Advertisement

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের ‍মৃত্যু হয়েছে। সে সময়ে নতুন করে ২৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর পূর্বে শনিবার করোনায় মারা গিয়েছিলেন ৪ জন, শনাক্ত হয়েছিলেন ৩৩২ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি এবং কক্সবাজারের একটি ল্যাবে মোট ১ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৫৩ জন এবং বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫.১১ শতাংশ।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৬৭ জন এবং বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫১১ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement