জাহারা মিতু অভিনীত কোনো ছবি এখন পর্যন্ত মুক্তি না পেলেও তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহ অনেক। ইতোমধ্যে আগুন ও কমান্ডো নামক দুইটি ছবিতে কাজ করেছেন তিনি; যেখানে তার নায়ক হিসেবে থাকবেন যথাক্রমে শাকিব খান ও কলকাতার দেব। এছাড়া সম্প্রতি আরও দুইটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। সিনেমা দুইটি হলো-অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও কাজী হায়াতের ‘জয় বাংলা। তবে দুইটি ছবিতেই তার নায়ক হয়ে অভিনয়ে থাকবেন বাপ্পী চৌধুরী।
যন্ত্রণা ছবিটি নিয়ে মিতু বেশ কিছুদিন সময় পেয়েছিলেন। তাই এখন তিনি মানসিকভাবে প্রস্তুত এর শুটিং শুরুর জন্য। অপর সিনেমা ‘জয় বাংলা’ এর শুটিং কাপ্তাইতে শুরু হবে বলে জানা গেছে। তবে এই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে তার কিছুদিন সময় লাগবে। ‘জয় বাংলা’য় নিজের চরিত্রগুলো সাজানোর জন্য, ছবিটি যে সময়কে প্রতিফলিত করে-সেই সময়ের ছবিগুলো দেখছেন তিনি।
আজ থেকে অর্ধ শতাব্দী আগে মেয়েদের চলাফেরা কেমন ছিল; তাদের শাড়ি পরার ধরণ, চুলের স্টাইল, মেকআপ, চালচলন সবকিছু বোঝার জন্যই সিনেমাগুলো দেখতে হচ্ছে তাকে। তবে মুনতাসীর মামুনের লেখা অনেক আগে থেকেই পড়ে আসছেন মিতু। তার পড়া একটা উপন্যাস থেকে সিনেমা হবে এবং সেই সিনেমারই প্রধান চরিত্রের তিনি অভিনয় করবেন-এমনটি ভেবে মিতু অনেক আনন্দিত।