১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

কোলের দুই সন্তান রাস্তায় ফেলে গেলেন মা!

Advertisement

কোলের দুই শিশুপুত্রকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছেন মা। পরে শিশু দুটিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুরে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি কনফেকশনারি দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শিশুপুত্রকে কোলে নিয়ে এক নারীকে ঘোরাঘুরি করতে থাকেন। কিছু পর শিশু দুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন জড়ো হয়। পরে জানা যায়, শিশু দুটির মা তাদেরকে ফেলে পালিয়ে গেছে। জানাজানি হওয়ার পর শিশু দুটির পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী সাংবাদিকদের জানান, খবর পেয়ে শিশু দুটির দাদা তাদেরকে বাড়িতে নিয়ে যান। শিশু দুটির বাবা রঞ্জিত প্রামানিক। বাড়ি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়া।

শিশুর দাদা অমূল্য প্রামানিক জানান, ১০ বছর আগে নওগাঁর আত্রাই উপজেলার মনোয়ারী গ্রামে তার ছেলে রঞ্জিতকে বিয়ে করান। বর্তমানে তার ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জেরে কাউকে কিছু না বলে ছেলের বউ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ছেলে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে শ্বশুরবাড়িতে তাদেরকে আনতে যান। কিন্তু তার স্ত্রী না এসে সেখানে তাকে অপমান অপদস্ত করে। এনিয়ে সেখানে শালিশ বৈঠকও হয়।

এদিকে ঢাকায় পোশাক কারখানা খোলার খবর পেয়ে শনিবার সকালে ছেলে ঢাকার উদ্যেশ্যে রওনা হন। ইতিমধ্যে খবর পান তার দুই নাতিকে তার মা রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে। ছেলের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement