মাদক মামলায় গ্রেফতার হওয়া নায়িকা পরীমণিকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। কারাগারের রজনীগন্ধা ভবনে পরীকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। সেখানে সুস্থ রয়েছেন পরী। এমনটাই গণমাধ্যমে বলেছেন একটি বিশ্বাসযোগ্য সূত্র।
সূত্রের থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কারাগারে এনে পরীকে রাখা হয় রজনীগন্ধা ভবনে। সেখানে তাকে রাখা হয় ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এখনও পরীমণী ডিভিশন প্রাপ্ত না হওয়ায় কোয়ারেন্টাইন সময়সীমা শেষ হওয়ার পর তাকে সাধারণ বন্দিদের সাথে রাখা হবে।
শুক্রবার রাতে অন্য বন্দিদের জন্য বরাদ্দকৃত খাবার খেয়েছেন পরীমণি। কারাগারে তার কোন অতিরিক্ত চাহিদা ছিলো না। সকালেও অন্য বন্দিদের বরাদ্দকৃত খাবার খেয়েছেন পরীমণি। সেই সাথে পরিমণীর আচরন স্বাভাবিক রয়েছে।