১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

ক্রিকেট অস্ট্রেলিয়ার শিরোনাম,”অচেনা কন্ডিশনে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া”

Advertisement

চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে অজিদের বিপক্ষে হেরেছিলো বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া-বাংলাদেশের টি-টোয়েন্টি সমীকরণ ছিলো ৪-০। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে সেই সমীকরণ পাল্টে দিয়েছে বাংলাদেশ। আর টানা দুই হারে অজি গণমাধ্যমেও চলছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিয়ে তুমুল সমালোচনা। তারা বলছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ছাড়া অস্ট্রেলিয়া দল যখন ভেঙ্গে পড়েছে তখন ঠিকই মুশপিক, তামিদের ছাড়া বুক চিতেয়ে লড়ছে তাদের বিকল্প ক্রিকেটাররা।

কয়েকজন ব্যাটার না আসলেও পূর্নশক্তির বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। কিন্তু তারা টাইগার ব্যাটারদের বিরুদ্ধে কোন রকম প্রতিরোধই গড়তে পারছেন না। অস্ট্রেলিয়ার শীর্ষ গনমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বলছে, গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক কোন সিরিজ দেখাচ্ছে না সে দেশের টিভি মিডিয়া। তবে খেলা দেখালে সেটি অজিদের জন্য লজ্জা ছাড় আর কিছুই হতো না। কারণ অস্ট্রেলিয়া যেমন খেলছে তাতে তাদের এই বিরক্তকর খেলা কেউ ঘরে বসে দেখবে না এটা নিশ্চিত।

তারা অজিদের সমালোচনা করেছে মুশফিককে না খেলতে দেওয়ায়। সিডনি মর্নিং হেরাল্ড’ লিখেছে, মুশফিকের জায়গায় কিপিং করা নুরুল হাসান সোহান বিকল্প হিসেবে মাঠে নেমে যেভাবে সামনে থেকে দলকে নেত্রিত্ব দিচ্ছে সেদিক দিয়ে অস্ট্রেলিয়ার প্রতিটি বিকল্প খেলোয়াড়ই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বুধবার, সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। ‘দ্য অস্ট্রেলিয়ান’ শিরোনাম করেছে বিশ্বকাপ সামনে রেখে ভুল পতে এগুচ্ছে অস্ট্রেলিয়া। ২৪ ঘন্টায় বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় হার অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া শিরোনাম করেছে ‘অচেনা কন্ডিশনে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement