আফগানিস্তানের এমন পরিস্তিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। পিটিআইকে তিনি বলেছেন, তাদের কাজে বাধা হচ্ছে না তালেবানরা। কারণ তারা ক্রিকেট ভালোবাসেন। আমাদের দেশে ক্রিকেটের শুরু থেকেই তারা খেলাটিকে সমর্থন দিয়ে আসছে। আফগানিস্তান ক্রিকেটের কোন কিছুতেই তারা কখনো বাধা দেয়নি। আমার যতটুকু ধারনা তালেবানরাই আমাদের ক্রিকেট এগিয়ে নিতে সহযোগতা করবে।
তিনি বলেন, তালেবানদের শাসনামালেই আফগানিস্তানে ক্রিকেটের প্রসার ঘটেছিলো। আমাদের অনেক খেলোয়াড় পেশোয়ারে প্র্যাকটিস করার সুযোগ পায় এবং তারাই আফগানিস্তানের খেলাটা মূলধারায় নিয়ে আসতে সহযোগিতা করে।
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আফগান ক্রিকেটের এই কর্মকর্তা বলছেন, ‘বাইরে খেলছে এমন চার-পাঁচজন ক্রিকেটাররা ব্যাতিত বাকিরা সবাই দেশেই রয়েছেন। তারা নিরাপদে এবং বেশ ভালো রয়েছেন।