সিরাজগঞ্জে এসে পৌঁছেছে ভারত থেকে আসা ২০০ টন তরল অক্সিজেন। আজ রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০টি কন্টেইনারে করে তরল অক্সিজেন নিয়ে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে প্রবেশ করেছিল। রেল ও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্টেশন থেকে খালাস করার পর লরিতে করে ঢাকায় নেওয়া হবে এই অক্সিজেন।
ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে গতকাল (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ২০০ টন অক্সিজেন নিয়ে এই ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল।
গতকাল শনিবার ভারতের তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, সকালেই (শনিবার) ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে করে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন করে অক্সিজেন এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেন বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। সেই ট্রেনটিই আজ এসে পৌঁছালো সিরাজগঞ্জে। এই অক্সিজেন করোনা মোকাবিলায় বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।
দেশটির তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহামারি পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ। গত এপ্রিলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বেড়ে যাওয়ার পর রাজ্যে রাজ্যে দেখা দেওয়া অক্সিজেনের ভয়াবহ সংকট মোকাবিলায় ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ দেশের রাজ্যগুলোয় অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন এক্সপ্রেস নামে এই বিশেষ ট্রেন চালু করেছিল।
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন চলাচল শুরুর পর-এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হচ্ছে। ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে। এপ্রিলের পর থেকে এসব ট্রেনের মাধ্যমে প্রায় ৩৬ হাজার ৮৪১ টন তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।