খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে।
আজ রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত তথ্যসূত্রে এসব জানা যায়। এর আগে গতকাল শনিবার (২৪ জুলাই) এই বিভাগে মৃত্যু হয়েছিল ৩৩ জনের। সেদিন করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ২৪৯ জনের। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায় ১৫ জন। এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, বাগেরহাটে ২ জন, ঝিনাইদহে ২ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ৩ জন ছিলেন। অন্যান্য জেলার মধ্যে সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের পর থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৭১ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৩৮৭ জনের। মারা গেছেন ৫৬৮ জন; সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৬২ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৫ জন; সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত সংখ্যা ৫ হাজার ২৫৭ এবং মৃতের সংখ্যা ৮৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা ১৭ হাজার ৭৫১। মোট মারা গেছেন ৩১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৪ জনের। এ নিয়ে জেলায় এখন মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৪ জন। এবং মোট মারা গেছেন ৮৫ জন; সুস্থ হয়েছেন ২ হাজার ৮২০ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত সংখ্যা ২ হাজার ৭৮৪। মোট মারা গেছেন ৫৮ জন; সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৪ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ১০৫ জন। মোট মারা গেছেন ১৮২ জন; সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ জনের। মোট মারা গেছেন ৪৯৫ জন; সুস্থ হয়েছেন ৯ হাজার ২৯১ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৬০ জন। মোট মৃত্যু হয়েছে ১৫০ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬০৬ জন।
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন; সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮৫ জন।