৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

যে কোন সময় খুলে দেওয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

Advertisement

শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এমন কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে। এখন সেটি নির্ভর করছে অবস্থার উপরে। গেল বছরের নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এবছেরর সে সময় যদি এমন হয় তাহলে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নিবো। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন তিনি।

(রোববার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যে কোনো সময় খুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ কমে আসা এবং শিক্ষার্থীদের টিকাদানের ওপর সবকিছু নির্ভর করছে।

তিনি বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সবার আগে বিশ্ববিদ্যালয়গুলো। পরে ধাপে ধাপে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসার পরিকল্পনার রয়েছে সরকারের। মন্ত্রী আরও জানান, এখন মহামারীর যে পরিস্থিতি তাতে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটি নিদৃষ্ট করে বলার সুযোগ নেই। কিন্তু যদি সংক্রমণ কমে যায় তাহলে সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়ার চিন্তা করছেন তারা।

লকডাউন শেষে ১১ অগাস্ট থেকে সব কিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছিলো সরকার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement