আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ। পাকিস্তান এই লিগ আয়োজন করা হচ্ছে কাশ্মীরের নামে। তাতেই চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন কাশ্মীর নিয়ে চলছে ভারত ও পাকিস্তানের বিবাদ। তাই এই এলাকার নামে লিগ আয়োজন যেন পাকিস্তান না করতে পারে সে ব্যপারে ব্যাবস্থা নিয়েছে ভারত।
এরই মধ্যে তারা আইসিসিকে চিঠিও পাঠিয়েছে। কিন্তু ভরতীয় ক্রিকেট বোর্ড এটা ভালো করেই জানে তারা যা আবদার করছে সেটা সম্ভব নয়। তারপরও নাছোড়বান্দার মত বিসিসিআই প্রত্যেক বোর্ডকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে, কেপিএলে যারাই অংশ নিবেন তাদেরকেই নিষিদ্ধ করা হবে ভারতের ক্রিকেটে।
তবে চুপ নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও, ভারতের এমন আচরণে কঠোর হুশিয়ারি দিয়েছে পিসিবি। তবে কাজ হচ্ছে না তাতেও, এই দুই রাষ্ট্রের রাজনৈতিক সমস্যার কারণে কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে অনেক বিদেশীই প্রত্যাহার করে নিচ্ছে তাদের নাম।