১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

গাজীপুরের পুবাইলে একটি ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।

তিনি বলেন, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের পূবাইল মাজুখান পূর্বপাড়া এলাকার একতা ঝুট মিলের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনও ঘটনা এখনও জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান সাংবাদিকদের জানান, আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement