১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

গাজীপুরে জুতার কারখানায় ভয়াবহ আগুন

Advertisement

গাজীপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে তার আগেই কিছু জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement