গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মেয়র জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি তার করোনার উপসর্গ দেখা দিলে তিনি গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। বুধবার জানতে পারেন, তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এদিকে, শুক্রবার বাদ জুমা নগরীর মসজিদের ইমাম ও খতিবরা মেয়রের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।