হঠাত করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় সাকিব আর হাসন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ না খেলেই চলে যাচ্ছেন আমেরিকা। দেশের প্রথম সারির কিছু গণমাধ্যমও এমন সংবাদ পরিবেশন করায় আরও একটু বিভ্রান্তি ছড়ায়। কিন্তু সিরিজের মাঝ পথে সাকিবের আমেরকা চলে যাওয়ার সংবাদটি একদমই সত্য নয় বলে দাবি করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গণমাধ্যমে তিনি বলেন, সিরিজ চলাকালীন সময় কোন খেলোয়াড়ই দল ছেড়ে চলে যেতে পারে না। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষে যেহেতু দুই সপ্তাহের মত বিশ্রাম পাচ্ছে দল, সেই ক্ষেত্রে সাকিব চাইলে তার পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যেতেও পারেন। তবে এটা তার ইচ্ছের উপরই আমরা ছেড়ে দিয়েছি এবং সিরিজ শেষে হয়তো তিনি যাবেনও।