৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

গুপ্তচরের ভুমিকায় মারকুটে দীপিকা

Advertisement

কখনো সহজ-সরল প্রতিবেশী বাড়ির মেয়ে ‘পিকু ব্যানার্জি’; কখনো ঐতিহাসিক চরিত্রে ‘রানি পদ্মাবতী’; কখনোবা অ্যাসিড হামলায় ঝলসে যাওয়া ‘মালতি’। বহুমাত্রিক প্রতিভা নিয়ে দীপিকা পাড়ুকোন সিনেমার পর্দায় কত রূপেই না এসেছেন। তেমনই অন্য এক অবতারে আসতে চলেছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অ্যাকশন লেডি রূপে দেখা যাবে দীপিকাকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটিতে শাহরুখ খানের নায়িকা হিসেবে অভিনয়ে থাকছেন তিনি। সম্প্রতি ছবির শুটিং শুরু হয়েছে।

‘পাঠান’ ছবিতে দুঃসাহসী অ্যাকশন লেডি হিসেবে দীপিকাকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। এর আগে তাকে এই অবতারে দেখা যায় নি। তাই দর্শকরা এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন। এর আগে দীপিকাকে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল হলিউডি ছবি ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এ। ‘পাঠান’ ছবিটিতে নাকি তাকে এর চেয়েও বেশি দুর্ধর্ষ অ্যাকশন করতে দেখা যাবে। এই দৃশ্যগুলো এতোটাই লোমহর্ষক যে শুটিংয়ের জন্য তাকে আলাদা ভাবে অ্যাকশনের ট্রেনিং নিতে হয়েছে। তবে পরিচালকের মতে একসময় দীপিকা খেলাধুলার সাথে যুক্ত ছিলেন বলে দৃশ্যগুলো তিনি যথাযথ ভাবেই করে যেতে পারছেন।

দীপিকার হাতে এখন ‘মহাভারত’, ‘ফাইটার’ ‘এইট্টি থ্রি’ নামক ছবির কাজ রয়েছে। এছাড়াও শকুন বাত্রার একটি ছবির কাজও করছেন দীপিকা। আরেকটি বহুভাষী দক্ষিণের ছবিতে প্রভাস আর অমিতাভ বচ্চনের সাথে অভিনয়ে থাকবেন দীপিকা; যার আপাতত নাম- ‘প্রজেক্ট কে’। এই সায়েন্স ফিকশন সিনেমার পরিচালক নাগ অশ্বিন। দুই দিন আগে প্রভাসের ইনস্টাগ্রামে পোস্ট হওয়া দীপিকা-প্রভাসের একটি ক্লাপিংয়ের ছবি দেখে জানা যায় যে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের জন্য হায়দরাবাদে বিশাল সেট ফেলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement