ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায় গোমতী নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
জানা যায়, গোমতী নদীতে পানির বিপৎসীমা হলো ১০ দশমিক ৭৫ মিটার। সোমবার ২০ জুন বিকাল ৪টা পর্যন্ত গোমতীর পানি ১০ দশমিক ৫০ মিটারে উঠে গেছে। এটি বিপৎসীমার মাত্র ২৫ সেন্টিমিটার নিচে আছে। চলমান বৃষ্টি হতে থাকলে ২৫ জুন পর্যন্ত কুমিল্লার গোমতীর ১০৩ কিলোমিটার এলাকা প্লাবিত হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা এলাকার গোমতী নদীতে আরও ১০ বছর আগে একটি ব্যারেজ নির্মাণ করা হয়েছে। ওই ব্যারেজটি ভারতের ভেতর থাকা গোমতীর ১৭ কিলোমিটার এলাকার পানি আটকে রাখে। যদি ত্রিপুরা এলাকা থেকে ওই ব্যারেজ খুলে দেওয়া হয় তাহলে কুমিল্লার গোমতী এলাকার আশপাশে কৃত্রিম বন্যা সৃষ্টি হবে। যা কুমিল্লার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাহাদাত হোসেন বলেন, ‘যেসব উপজেলায় নদী আছে সেসব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুতি নিতে জানানো হয়েছে। যেসব এলাকায় আশ্রয়কেন্দ্র আছে সেগুলো প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।