১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

গ্রাম পর্যায়ে কোথায়, কখন, কীভাবে টিকা নেবেন?

Advertisement

৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (৪ আগস্ট) অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দেশব্যাপী সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। দেশের সবাইকে টিকা নিশ্চিত করতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আমরা টিকা কর্মসূচি চালু করছি।

চলতি (আগস্ট) মাসের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত সারাদেশে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।

কীভাবে, কখন, কোথায়, টিকা নেবেন?

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি (আগস্ট) মাসের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেওয়া হবে।
তাছাড়াও সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নারী ও পঞ্চাশোর্ধ পুরুষকে টিকা দেওয়া হবে প্রথম ২ ঘণ্টা। এমনকি যারা ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধনের সময় উল্লেখিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

টিকা গ্রহণের পর করণীয়-

১। টিকা গ্রহণের পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন।

২। টিকা গ্রহণের পর যেকোনো ধরনের শারীরিক সমস্যা/অসুবিধা হলে সাথে সাথে টিকাদান কর্মীকে খবর দিন। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

৩। আমাদের মনে রাখতে হবে কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একজন থেকে অন্য আরেক ব্যক্তির শারীরিক দূরত্ব অন্তত ৩ ফুট বজায় রাখতে হবে। হ্যান্ডওয়াশ, হ্যান্ডস্যানিটাইজার, অথবা সাবান পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে দুই হাত ধুতে হবে। হাঁচি এবং কাশির সময় মুখ ঢেকে নিতে হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement