১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

গ্রুপ চ্যাম্পিয়ন হলেও বিপদ আছে বাংলাদেশের: আশরাফুল

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে ৮ দল নিশ্চিত। তাদের সাথে যোগ দিবে আরও চারদল। ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যাল্ডের। ধাপে ধাপে টাইগাররা মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনির। তবে এই রাউন্ডে যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মুল পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তনের।

রানারআপ হলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত দল গুলো। এ ব্যাপারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলছেন, আরব আমিরাতের কন্ডিশনে এশিয়ার বাইরের দেশগুলোই সহজ প্রতিপক্ষ হবে বাংলাদেশের জন্য।

তিনি বলেন, “গ্রুপ ‘১’ এ গেলে আমাদের সুযোগ থাকতে পারে (সেমিফাইনালে যাওয়ার)। উইকেট যদি স্লো হয় তবে মুস্তাফিজ, সাকিব অসাধারণ গেম উপহার দিতে পারবে। গ্রুপ ‘২’ এ এশিয়ার দলগুলো। তারা স্পিন ভালো খেলে, আমাদের বোলারদের ভালোভাবে সামাল দিতে পারবে।”

তবে বাংলাদেশের গ্রুপ আইসিসির তিন সহযোগি দেশের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশের। তাদের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে বসে সেটা হবে খুব খারাপ একটা ব্যাপার। তাই আশরাফুল চাইছেন এশিয়ার তিন পরাশক্তিকে এক গ্রুপেই দেখতে চান।

এ নিয়ে তিনি বলেন, “প্রথম রাউন্ড ইনশাআল্লাহ সহজভাবেই পার হবো। সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপে পড়ার সম্ভাবনাই বেশি, এশিয়ার গ্রুপে, যেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আছে। যদিও একটু কঠিন হবে তবে আশা রাখছি ভালো কিছুর। আশরাফুল মনে করেন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে ভালো ক্রিকেট খেলাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement