১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

চট্টগ্রাম : ‘একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি’

Advertisement

সামান্য বৃষ্টির পানিতেই চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও প্রবল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল সকাল দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

আজ বুধবার ভোর থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমেছে।

জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

নগরবাসীরা বলছেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না। সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামে আজ এখন পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement