প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আজ চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আজ রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়। তারপর টিকাগুলো চট্টগ্রামের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (৫ সেপ্টেম্বর) আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা এসেছে। তার মধ্যে সিনোফার্মের দুই লাখ ৫৫ হাজার ডোজ এবং মডার্নার ৫৮ হাজার ডোজ টিকা রয়েছে।
তিনি আরও বলেন, গণটিকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে আগামী ৭ সেপ্টেম্বর। তাদের মধ্যে নগরীতে যারা গণটিকার প্রথম ডোজে মর্ডানার টিকা নিয়েছিলেন দ্বিতীয় ডোজে তাদের মর্ডানা টিকা দেওয়া হবে এবং উপজেলায় সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা গণটিকার প্রথম ডোজ পেয়েছিলেন দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন শুধুমাত্র তারাই। চলতি (সেপ্টেম্বর) মাসের ৭ তারিখের আগেই কেন্দ্রগুলোতে টিকা পৌঁছে দেওয়া হবে।