১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

চট্টগ্রামে ভারী বর্ষণে জলাবদ্ধতা, পাহাড় ধসের আশঙ্কা

Advertisement

চট্টগ্রামে গত রাত থেকেই হচ্ছে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

ভারী বৃষ্টির কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের।

তবে দুপুেরর পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।

অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর দুই নম্বর এলাকায় পানি উঠেছে। এমনিতেও বিধিনিষেধের কারণে সড়কে গাড়ি নেই। এখন আবার পানির কারণে রিকশাও কম। আর এমন অবস্থায় তিন থেকে চারগুন ভাড়া হাঁকছেন রিকশা চালকরা।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement