চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম ম্যাচে বাংরাদেশ লিড নিয়েছে ৮৩ রানের তবে পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে মাত্র ৩৯ রান তুলতে পেরেছে ৪ উইকেট হারিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালো করতে না পারলে এই ম্যাচ বাঁচাতে পারবে না বাংলাদেশ, সেই লক্ষ্যেই চতুর্থদিন ব্যাট করতে নামবে তারা। স্পিন কোচ সোহেল ইসলাম সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন চতুর্থদিন পুরোটা সময় ব্যাট করতে চায় বাংরাদেশের ব্যাটাররা।
সোহেল ইসলাম জানান, চতুর্থ দিন সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘আমাদের প্রথম ইনিংসেও কিন্তু শুরুতে ৪ উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। একইভাবে পাকিস্তান ১৪৫ রানে কোনো উইকেট হারায়নি, কিন্তু এরপর আমরা বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন,প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোর পর ছেলেদের মধ্যে এই বিশ্বাস আছে, বিপর্যয়ের পরও আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা যদি কাল সারাদিন ব্যাট করতে পারি ফলাফল ইনশাআল্লাহ্ আমাদের দিকে আসবে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিলো ৩৩০ রান, জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানেই থেমে যায় পাকিস্তান। তাইজুল ইসলাম নেয় ৮ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরে ৪ উইকে হারিয়ে ৩৯ রানে দিন শেষ করে বাংলাদেশ।