পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে ট্রফি নিজেদের ঘরে তুলেছে টাইগাররা। এই ম্যাচেও সাকিব-রিয়াদদের লক্ষ্য অজিদের উড়িয়ে দিয়ে সিরিজ ৪-০তে ব্যবধানে এগিয়ে যাও। অন্যদিকে খালি হাতে ফিরতে চায় না অস্ট্রেলিয়ানরা তাদের লক্ষও ম্যাচ জয়।
এই ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে কোন পরিবর্তন হয়নি। দুটি পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়া দল। আগের ম্যাচে হ্যাটট্রিক করা এ্যালিস ও জাম্পাকে বিশ্রাম দিয়ে দলে রাখা হয়েছে মিসেল সোয়াপসেন ও অ্যান্ডি ট্রয়কে।
চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সেরা একাদশ:
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া: অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যান্ড্রু টাই, মিচেল সোয়েপসন, জশ হ্যাজলউড।