১৬ মার্চ, ২০২৫, রবিবার

বিধিনিষেধ ৫ আগস্টের পরও রাখার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Advertisement

করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলামান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরচালক আরও বলেন, আমরা আরও দশ দিন পূর্বেই কেবিনেট মিটিং এ বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। এখন পর্যন্ত যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

তবে যেভাবে সংক্রমণ বাড়ছে, এই সংক্রমণ সামাল দেবো কিভাবে? যে হারে রোগী বাড়ছে, কোথায় রোগীদের জায়গা দেবো? আর এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? তবে পরিস্থিতি খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব কিছুর বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

আবার ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবার শুরু হয় কঠোর বিধিনিষেধ। ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত তা চলমান থাকবে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সময়ে সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement