১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি “মুজিবুর রহমান সিজার”

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান সিজার আর নেই। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিলেন, পরে সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। আশির দশকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পরে স্থায়ী হয়েছিলেন কানাডায়। সেখানকার একটি হাসপাতালে আজ (বুধবার) মৃত্যুবরণ করেন। মুজিবুর।

দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। প্রায় ৭ বছর তিনি লড়েছেন ক্যানসারের সাথে। শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি সাবেক এই সভাপতি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

১৯৮১-৮২ সালে তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। তার আগে জিমখানায় তিনি শুরু করেন ক্রিকেট ক্যারিয়ার। ১৯৫১ থেকে শুরু করে প্রায় ৭ বছরেরর ক্রিকেট ক্যারিয়ার শেষ করেন ১৯৫৭ সালে। পরে পাকিস্তানের নৌ-বাহিনীতে যোগ দেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর দেশ যখন স্বাধিন হয় তখন তিনি আবারও ক্রিকেটে ফেরেন। ১৯৭৬ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পান মুজিবুর। এই দায়িত্বটি তিনি পালন করেছিলেন ১৯৭৯ সাল পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement