পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফেলাবুনিয়া লঞ্চঘাট থেকে চার কেজি গাজা সহ মোঃ হেলাল হাওলাদার (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আসামী হেলাল হাওলাদার রাঙ্গাবালী থানার মৌডুবি কাজীকান্দা গ্রামের মৃত নাসিরুদ্দিন হাওলাদারের পুত্র।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, শুক্রবার ২৬ নভেম্বর সকাল ৫ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা থেকে ৩০ কিঃ মিঃ দূরবর্তী ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঢাকা টু কলাপাড়াগামী “এমভি ইয়াদ” লঞ্চটি থামিয়ে তল্লাশী করা হয়।
তল্লাশীকালে হেলালের কাছ থেকে কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় প্রত্যেকটিতে ০২ কেজি করে মোট ০৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জহিরুল ইসলাম/পটুয়াখালী/সারাবাংলা ডেস্ক