২৬ এপ্রিল, ২০২৫, শনিবার

ইন্টারভিউ ছাড়াই হচ্ছে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ

Advertisement

করোনা মহামারি পরিস্থিতিতে কোনো ধরনের ইন্টারভিডি ছাড়াই ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নতুন চার হাজার ডাক্তার নেয়া হচ্ছে। নার্সও নেওয়া হচ্ছে চার হাজার। খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হচ্ছে।

গত দেড় বছর ধরে চিকিৎসক নার্সরা ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, অনেক দিক বিবেচনায় এই নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের ইন্টারভিউও আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ যেন না নেওয়া হয়। পুলিশ ভেরিফিকেশনেরও দরকার নেই, তাদের তাড়াতাড়ি কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক।

এসময় লকডাউন বাস্তবায়ন না হলে ভয়াবহ পরিণতিরও আশঙ্কা করন মন্ত্রী।

তিনি বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি। হাসপাতালে জায়গা হবে না। ইকোনোমিতে অ্যাফেক্ট পড়বে। প্রোডাকশনে অ্যাফেক্ট করে যাবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement