মিরপুরের জাতীয় চিড়িয়াখানা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে খুলছে। করোনার প্রকোপ বাড়লে চলতি বছর গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এর আগে বিনোদন কেন্দ্রটি ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয়।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে মহামারী করোনাভাইরাসের কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সেক্ষেত্রে দর্শনার্থীর সংখ্যাও সীমিত করা হবে।
অন্যদিকে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, মহামারী করোনার কারণে প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। এমনকি প্রজননও ভালো হয়েছে। তাছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গত ১০ আগস্ট থেকে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। তবে বিনোদন কেন্দ্রগুলো খোলা না থাকলেও হাতিরঝিল, সংসদ ভবনসহ উন্মুক্ত স্থানে বাড়ছে মানুষের ভিড়। অনেকে আবার সরকারি ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।