৭ ডিসেম্বর, ২০২৩, বৃহস্পতিবার

চীনে ভারী বর্ষণ ও বন্যায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

Advertisement

চীনে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় দক্ষিণাঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। ভূমিধসের কারণে ওই এলাকাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গুয়ানডং, গুয়াংজি ও জিয়াংজি প্রদেশসহ গোটা চীনের ৮৫টি নদীর পানি বিদৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গুয়ানডং কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫৪ মিলিয়ন মার্কিন ডলারের মতো।এই অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। 

এদিকে গুয়াংজি এলাকায় ১ লাখ ৪৫ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে ২৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত। আর জিয়াংজি প্রদেশে পাঁচ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।  প্রায় সাড়ে চার লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত।

সূত্র: আল জাজিরা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement