জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে এক সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে। সিরিজ শেষ এখন প্রিন্সের কি হবে? অথবা অস্ট্রেলিয়া সিরিজে সাকিবদের ব্যাটিং গুরু কে হবেন? এমন প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটারদের মাঝে, ঠিক তেমনি সাধারণ ভক্তরাও পড়েছে চিন্তায়। অবশ্য এই চিন্ত দুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অপরেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছেন, চিন্তা করছি দ্রুতই প্রিন্সের সাথে চুক্তির মেয়াদ আমরা বাড়াবো। প্রিন্সের সাথে কথা বলে আমরা দ্রুতই সিদ্ধান্ত নিবো।
আকরাম আরও বলেন, এই মুহুর্তে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া বেশ কঠিন কাজ। আর জিম্বাবুয়ে সিরিজে সে ভালোই করেছে তাই কোচিং প্যানেলে তাকে রাখতে আমরা আগ্রহ প্রকাশ করছি।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলেছেন ৬৬টি। সেঞ্চুরি ও ফিফটি করেছেন ১১ টি করে। ওয়ানডে খেলেছেন ৫২টি যেখানে সেঞ্চুরি ও ফিফটি কিছুই নেই তার ঝুলিতে। রান করেছেন ১০১৮। ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টিতে তিনি রান করেছিলেন মাত্র ৫। দক্ষিণ আফ্রিকার এ দলের হয়ে তিনি কাজ করেছেন। সবকিছু ঠিক থাকলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে ধরে রাখবে বিসিবি এমনটাই আভাস দিয়েছেন আকরাম খান।