রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক ওয়ার্ডবয়কে মারধর করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই ঘটনায় রুবেলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওয়ার্ডবয় মো. মনির হোসেন। মামলায় রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও এনেছেন তিনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে ওয়ার্ডবয় মনির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের সামনের রাস্তায় পৌঁছলে আকতারুল করিম রুবেল ও তার সহযোগীরা তার পথরোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। মনির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন রুবেল ও তার সহযোগীরা। এসময় মনিরের মাথা, ঘাড় ও পায়ে মারাত্মক জখম হয়। পরে তাকে বাঁচাতে হাসপাতালের অন্য কর্মচারীরা এসে আকতারুল করিম রুবেলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে হেফাজতে নেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মওদুত হাওলাদার সাংবাদিকদের জানান, আকতারুল করিম রুবেল নামে এক ব্যক্তিকে শাহবাগ থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মনির হোসেনের কাছে চাঁদা দাবি ও তার উপর হামলা করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এ বিষয়ে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।