বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর ভারতের সুনীল ছেত্রি। এএফসি কাপের শেষ ম্যাচেও এই ছেত্রির কাছেই হারমানতে হয়েছিলো বাংলাদেশের। মাঠে সম্পর্কটা প্রতিদ্বন্দিতা পূর্ণ হলেও মাঠের বাইরের সম্পর্ক তাদের ভ্রাতৃত্বের। আজ (মঙ্গলবার) ৩ আগস্ট ছেত্রির ৩৭ বছর পূর্ণ হলো। দলের হয়ে আন্তর্জাতিক গোলে বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করা ছেত্রিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অফিসিয়াল পেসবুক পেজে তিনি লিখেছেন ‘আইকন সুনীল ছেত্রিকে জন্মদিনের শুভেচ্ছা। ছেত্রির জন্য রইলো অনেক অনেক আশির্বাদ।
জামাল , ছেত্রিকে নিয়ে আরও লেখেন, মাঠে আমরা দুজন প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে কিন্তু তুমি আমার ভাই।